
যোধপুর, ১০ জানুয়ারি (হি.স.): রাজস্থানের যোধপুরে মাহেশ্বরী গ্লোবাল এক্সপো-তে যোগদান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। দিলেন বিশেষ বার্তাও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মাও। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কয়েক বছর আগে আমরা দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করেছি। দেশের জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের স্মরণ করা হয়েছিল। এর নেপথ্যে চারটি উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য ছিল, ১৮৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত স্বাধীনতার মহান সংগ্রাম সম্পর্কে আমাদের তরুণ প্রজন্মকে পরিচিত করানো। দ্বিতীয় উদ্দেশ্য ছিল, গত ৭৫ বছরে আমরা যে প্রাপ্তিগুলি পেয়েছি, সে সম্পর্কে আমাদের তরুণ প্রজন্মকে অবহিত করা। তৃতীয় উদ্দেশ্য ছিল ১৪০ কোটি ভারতীয়ের মনে ভারত সম্পর্কে ধারণাটি গেঁথে দেওয়া। চতুর্থ কাজটি ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদী একটি সংকল্প গ্রহণ করেছেন। তিনি স্থির করেছেন, ২০৪৭ সালের ১৫ আগস্ট যখন স্বাধীনতার শতবর্ষ উদযাপন করা হবে, তখন ভারত সমগ্র বিশ্বে প্রতিটি ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় থাকবে।
অমিত শাহ বলেন, ভালো কর্মসংস্থান, আবাসন এবং জীবনযাত্রার সুবিধা প্রদান করা, অর্থাৎ নিজের পরিবারের প্রকৃত যত্ন নেওয়া হলো সেইসব প্রধান উপায়গুলোর মধ্যে অন্যতম, যার মাধ্যমে মাহেশ্বরী সম্প্রদায় নিজস্ব মূল্যবোধের প্রকাশ ঘটায়। এখন এখানে বিশ্বব্যাপী অংশগ্রহণে, বিটুবি ও বিটুসি সংযোগ এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এত বড় একটি আয়োজন হচ্ছে। এটি নিঃসন্দেহে দেশের বাণিজ্য, উৎপাদন ক্ষেত্রকে উপকৃত করবে এবং অর্থনীতিকে শক্তিশালী করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ