
জয়পুর, ১০ জানুয়ারি (হি.স.): মত্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে অন্তত ১৬ জনকে গুরুতর জখম করার অভিযোগ উঠল রাজস্থানের জয়পুরে। প্রথমে আহতের সংখ্যা জানা গিয়েছিল ১৪, পরে সেটি বেড়ে হয় ১৬| শুক্রবার রাতে ওই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বিলাসবহুল ওই গাড়ির আরোহী চালককে গ্রেফতার করা হয়েছে। বাকি তিন জন পলাতক। তাদের খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, গাড়িতে থাকা চার জনই মত্ত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড গতিতে থাকা গাড়িটি প্রথমে পথবিভাজিকায় ধাক্কা মারে। তার পরে সেটি রাস্তার ধারে থাকা একজনকে ধাক্কা দিয়ে দোকানের দিকে অন্তত ৩০ মিটার এগিয়ে যায়। ভিলওয়ারার বাসিন্দা, গুরুতর আহত রমেশ বৈরওয়ার মৃত্যু হয়। গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই দুর্ঘটনার পর শনিবার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে|
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলেছেন| সকলের সঠিক ও দ্রুত চিকিৎসা ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ