
নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): জমির বদলে চাকরি মামলায় আরও বিপাকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব। শুক্রবার সিবিআইকে লালুদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল রাউস অ্যাভেনিউ আদালত। মামলায় মোট ১০৭ জনের নাম অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল, তবে তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত প্রক্রিয়া বাতিল হয়েছে।
আইনজীবী আজাজ আহমেদ বলেন, সিবিআই আদালত লালু প্রসাদ যাদব, মিসা ভারতী, তেজস্বী যাদব, তেজ প্রতাপ যাদব এবং হেমা যাদবের বিরুদ্ধে ৪২০, ১২০বি এবং ১৩ আইপিসির ধারায় অভিযোগ গঠন করেছে। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে ২৯ জানুয়ারি। রাউস অ্যাভিনিউ আদালত আগামী ২৯ জানুয়ারি চার্জ গঠনের জন্য মামলাটি তালিকাভুক্ত করেছে। পরবর্তী তারিখে, আদালত অভিযুক্তদের বয়ান রেকর্ড করবে। উল্লেখ্য, আরজেডি নেতা তেজস্বী যাদব এদিন আদালতে হাজিরা দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ