
রাঁচি, ৯ জানুয়ারি (হি.স.): ফের হাতির হানায় মৃত্যু ঝাড়খণ্ডে। শুক্রবার ঝাড়খণ্ড-ওডিশা সীমানার মাঝগাঁও ব্লকের বেণিসাগর গ্রামে এক শিশু-সহ দু’জনকে পিষে মারে হাতি। পুলিশ জানিয়েছে, শিশুকে পিষে মারার পরে তার মৃতদেহের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল হামলাকারী হাতিটি। এ নিয়ে গত ৯ দিনে ঝাড়খণ্ডে হাতির হামলায় ১৯ জনের মৃত্যু হলো। এই নিয়ে বন দফতরের কর্মী ও অফিসারদের উপরে ব্যাপক ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
ঝাড়খণ্ডের চাইবাসার বাসিন্দাদের মধ্যে বুনো হাতির আতঙ্ক বেড়েই চলেছে। এর আগে একটি হাতির দল ছয়জনকে পিষে মারে, ঘটনাটি ঘটে পশ্চিম সিংভূমের নোয়ামুন্ডি ব্লকের অন্তর্গত ভরবাড়িয়া গ্রামে। আর শুক্রবার ঝাড়খণ্ড-ওডিশা সীমানার মাঝগাঁও ব্লকের বেণিসাগর গ্রামে এক শিশু-সহ দু’জনকে পিষে মারল হাতি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ