বান্ধবগড় অভয়ারণ্যে মৃত্যু স্ত্রী ব্যাঘ্রশাবকের
উমারিয়া, ৮ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের উমারিয়া জেলার বান্ধবগড় অভয়ারণ্যে একটি স্ত্রী ব্যাঘ্রশাবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বান্ধবগড় অভয়ারণ্যের ক্ষেত্র পরিচালক জানান, মৃত স্ত্রী ব্যাঘ্রশাবকের বয়স আনুমানিক সাত থেকে আট মাস। প্রাথমিক তদন্তে
বাঁধবগড় টাইগার রিজার্ভে ফের সন্দেহজনক মৃত্যু স্ত্রী বাঘশাবকের


উমারিয়া, ৮ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের উমারিয়া জেলার বান্ধবগড় অভয়ারণ্যে একটি স্ত্রী ব্যাঘ্রশাবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বান্ধবগড় অভয়ারণ্যের ক্ষেত্র পরিচালক জানান, মৃত স্ত্রী ব্যাঘ্রশাবকের বয়স আনুমানিক সাত থেকে আট মাস। প্রাথমিক তদন্তে অন্য কোনও বন্যপ্রাণীর সঙ্গে সংঘর্ষের জেরেই মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার পর বান্ধবগড় অভয়ারণ্যে নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং বন্যপ্রাণ সুরক্ষায় টহল জোরদার করা হয়েছে বলে বনদফতর সূত্রে জানানো হয়েছে।

তালা বন পরিসরে বুধবার টহল দেওয়ার সময় বনদফতরের কর্মীরা শাবকটির দেহ উদ্ধার করেন। খবর পেয়ে বনদফতরের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্ধারিত বিধি মেনে তদন্ত শুরু করেন। যদিও কোনও সন্দেহজনক বস্তু বা কার্যকলাপের প্রমাণ মেলেনি।

মৃত ব্যাঘ্রশাবকের ময়নাতদন্ত করা হয় এবং প্রয়োজনীয় পরীক্ষার জন্য অনুমোদিত পরীক্ষাগারে নমুনা পাঠানো হয়েছে। ব্যাঘ্রশাবকের দেহ সৎকার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande