ঠান্ডায় জবুথবু দিল্লি, জারি সতর্কতা
নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): ঠান্ডায় জবুথবু দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চল। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। মৌসম ভবনের মতে, চলতি মরশুমে দিল্লির শীত
শীতল দিনে উষ্ণতার জন্য


নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): ঠান্ডায় জবুথবু দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চল। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। মৌসম ভবনের মতে, চলতি মরশুমে দিল্লির শীতলতম দিন এটি। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা হিমশীতল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে দিল্লি-সহ একাধিক এলাকায় রোদ প্রবেশ করতে পারছে না। এর ফলে দিনের বেলাতেও তাপমাত্রা কমে যাচ্ছে অস্বাভাবিক ভাবে। আবহাওয়া দফতরের মতে, দিল্লির একাধিক এলাকায় শীতলতম দিনের পরিস্থিতি হচ্ছে প্রায় রোজই। আবহাওয়া দফতর দিল্লিতে ইতিমধ্যেই ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী, ১৫ জানুয়ারি পর্যন্ত উত্তর ভারত জুড়ে অব্যাহত থাকবে ঠান্ডার দাপট। আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকলেও হাড় কাঁপানো ঠান্ডা এবং কুয়াশার হাত থেকে এখনই রেহাই মিলবে না। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশের বেশ কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করতে পারে বলে মনে করছেন আবহবিদরা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande