
নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): অগ্নিবেশ আগরওয়ালের প্রয়াণে বৃহস্পতিবার শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যম এক্স-এ অনিল আগরওয়ালের একটি পোস্টের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, শ্রী অগ্নিবেশ আগরওয়ালের অকাল মৃত্যু গভীর শোকের এবং দুঃখজনক। আপনার কষ্টের গভীরতা বোঝা যাচ্ছে এই মর্মস্পর্শী শ্রদ্ধার্ঘ্য থেকে। আপনি এবং আপনার পরিবার যাতে এই শোক সহ্য করার শক্তি ও ক্ষমতা পান তার জন্য প্রার্থনা করি। ওম শান্তি।
ছেলের মৃত্যুতে শোকাহত শিল্পপতি অনিল আগরওয়াল। বুধবার সমাজ মাধ্যমে একটি আবেগঘন পোস্টে পুত্র অগ্নিবেশ আগরওয়ালের মৃত্যু সংবাদ জানান তিনি। অনিল লিখেছেন, আজ আমার জীবনের সবচেয়ে অন্ধকার দিন। সেই পোস্টের প্রেক্ষিতেই বৃহস্পতিবার শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ