
চাইবাসা, ৭ জানুয়ারি (হি.স.): একরাতে হাতির হামলায় ঝাড়খণ্ডের চাইবাসায় একই পরিবারের ৪ জন-সহ পাঁচ জনের মৃত্যু। পশ্চিম সিংভূম (চাইবাসা) জেলার নোয়ামুন্ডি ব্লকের বাবারিয়া গ্রামে মঙ্গলবার রাতে হামলা হয়। জেটিয়া থানার পুলিশ জানিয়েছে, বাবারিয়া গ্রামের সনাতন মেরাল, তাঁর স্ত্রী জোনকোন কুই ও তাঁদের তিন সন্তান ঘরে ঘুমিয়েছিলেন। হাতি ঘরে ঢুকে সনাতন, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে পিষে মারে। কোনও ভাবে পালিয়ে গিয়ে বেঁচে যায় তাঁদের অন্য এক সন্তান। এর পরে হাতি হামলা চালায় সনাতনের প্রতিবেশী মোগডা লাগুরির ঘরে। তাঁকেও পিষে মারে হাতি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ