
লখনউ ও হরিদ্বার, ৪ জানুয়ারি (হি.স.): শীতের দাপট অব্যাহত রয়েছে উত্তর প্রদেশে। রবিবার সকালে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে কানপুর, অযোধ্যা, মোরাদাবাদ-সহ উত্তর প্রদেশের প্রায় সব জেলাতেই। ছিল ঘন কুয়াশার দাপটও, ফলে দৃশ্যমানতা কমে যায়। এদিন সকালে উত্তরাখণ্ডের হরিদ্বার ঘন কুয়াশার আস্তরণে ঢেকে যায়। হর কি পৌরি এলাকা ছিল কুয়াশার আস্তরণে ঢাকা। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর প্রদেশের অযোধ্যাতেও দিন কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করেই রাম জন্মভূমি মন্দিরে প্রার্থনা করতে বিপুল সংখ্যক ভক্তরা উপস্থিত হন। অযোধ্যায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। তাজনগরী আগ্রাতেও এদিন সকালে ঘন কুয়াশার ঘনঘটা ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ