
বেগুসরাই, ৪ জানুয়ারি (হি.স.): ভিবি জি রাম জি আইনের বিরোধিতার জন্য রাহুল গান্ধীকে ও কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর কথায়, রাহুল ও তাঁর দলের ভগবান রামের নামে সমস্যা রয়েছে। রবিবার সকালে বিহারের বেগুসরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ বলেন, রাহুল গান্ধী, তাঁর দল এবং বিরোধীদের ভগবান রামের নাম নিয়ে সমস্যা আছে। ভারতে, ভগবান রামের সঙ্গে যাদের আপত্তি আছে তাঁদের সাহায্য করা যাবে না।
গিরিরাজ আরও বলেন, এর আগে, কংগ্রেসের শাসনকালে মনরেগা অপব্যবহার করা হয়েছিল এবং দুর্নীতির কবলে পড়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর, স্বচ্ছতা চালু করা হয়েছিল এবং মজুরি সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে যেতে শুরু করেছিল। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং আরও বলেছেন, মহাত্মা গান্ধীর আদর্শে পরিচালিত হয়ে, আমরা দরিদ্রদের জন্য গান্ধীজির কাজ অব্যাহত রেখেছি, ১২৫ দিনের জন্য এটি বাস্তবায়ন করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ