
নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক এক পরামর্শ বার্তায় ভারতীয়দের খুব প্রয়োজন না পড়লে ভেনেজুয়েলা সফরে যেতে নিষেধ করেছে। সে দেশে উপস্থিত ভারতীয়দের সাবধানে থাকতে এবং বিশেষ ঘোরাফেরা না করতে বলা হয়েছে। তেমন কোনও প্রয়োজনে কারাকাসের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে বলেও বিদেশমন্ত্রক জানিয়েছে। দূতাবাসের ই মেল- cons.caracas@mea.gov.in ও জরুরি ফোন নম্বর হল-+৫৮-৪১২-৯৫৮৪২৮৮।
ভেনেজুয়েলার উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। পরিষদের অস্থায়ী সদস্য কলম্বিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। কলম্বিয়ার এই অনুরোধকে সমর্থন করেছে স্থায়ী সদস্য দেশ চিন ও রাশিয়া। রাষ্ট্রসঙ্ঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, মহাসচিব আন্তনিও গুতারেস এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রর হানা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ