
ঢেঙ্কানল, ৪ জানুয়ারি (হি.স.): ওড়িশার ঢেঙ্কানলের পাথর খনিতে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের সময়ে অনেক শ্রমিক খনিতে উপস্থিত ছিলেন। ফলে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে উদ্ধারকাজ।
দমকল অফিসার নবঘনা মল্লিক বলেন, বড় বড় পাথরের নিচে দুই থেকে চারজন আটকে পড়েছে। এই পাথর কেটে ভেতরে আটকে পড়াদের উদ্ধারের জন্য যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। দমকল বিভাগের দু'টি দল মোতায়েন করা হয়েছে এবং একটি ডগ স্কোয়াডও ঘটনাস্থলে সহায়তা করছে। গত রাতে ব্লাস্টিং এর সময় ঘটনাটি ঘটে। মোতাঙ্গা থানার অন্তর্গত রানিবানিয়ার কাছে একটি সড়ক ধাতব খনিতে বিস্ফোরণের ফলে বড় বড় পাথর পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ