ক্রীড়াবিদদের কল্যাণকে এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): ক্রীড়াবিদদের কল্যাণকে এখন দেশে সর্বতোভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বারাণসীতে ৭২-তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে প
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): ক্রীড়াবিদদের কল্যাণকে এখন দেশে সর্বতোভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বারাণসীতে ৭২-তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এখন ভারতের ক্রীড়া মডেল ক্রীড়াবিদ-কেন্দ্রিক। ক্রীড়াবিদদের কল্যাণকে সর্বতোভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকার ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক সংস্কার করেছে। জাতীয় ক্রীড়া শাসন আইন এবং খেলো ভারত নীতি ২০২৫ এর মাধ্যমে, সঠিক প্রতিভা সুযোগ পাবে এবং ক্রীড়ায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন ক্রীড়া পরিকাঠামো কাশীর যুবকদের উপকৃত করছে, কারণ এখানে ক্রমাগত নতুন সুযোগ-সুবিধা তৈরি হচ্ছে। কাশীকে বড় বড় ইভেন্টের জন্য প্রস্তুত করা হচ্ছে। এর ফলে শহরটি অর্থনীতিতে ভালো পারফর্ম করতে পেরেছে, এই অর্জনের তালিকায় এই চ্যাম্পিয়নশিপ যুক্ত হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande