
নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): ভিবি-জি রাম জি প্রকল্পকে ইতিবাচক ও প্রগতিশীল আখ্যা দিলেন কেন্দ্রীয় গ্রামন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। রবিবার নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি যা বলতে চাই তা হল, নতুন ভিবি-জি রাম জি প্রকল্পের অধীনে, কম উন্নত পঞ্চায়েতগুলি ১২৫ দিনের কর্মসংস্থানের গ্যারান্টি-সহ আরও বেশি কাজ পাবে এবং কৃষকরাও কৃষিকাজের সময়কালে কাজ পাবে, যার ফলে কৃষিকাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে। ভিবি-জি রাম জি প্রকল্পটি মনরেগার তুলনায় একটি প্রগতিশীল বলে বিবেচিত হয়। আমি কংগ্রেসকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, লোকসভায়, আমি গভীর রাত পর্যন্ত কথা বলেছি এবং আমার যা বলার ছিল তা বলেছি, কিন্তু আমার কণ্ঠস্বর দমন করা হয়েছে। কেন পুরো বিষয়টি শোনা হল না? সংসদেই প্রশ্নোত্তর হয়। সত্য বেরিয়ে আসবে, তাই শিবরাজকে কথা বলতে হল না। যদি এত গুরুত্বপূর্ণ আলোচনা হত, তাহলে বিরোধী নেতারা কোথায় ছিলেন? তারা সংসদে কেন উপস্থিত ছিলেন না?
শিবরাজ আরও বলেন, এর জন্য, আমাদের জাতীয় নেতারা জনসাধারণের কাছে সঠিক তথ্য পৌঁছানোর জন্য কর্মসূচি আয়োজন করবেন। আপনারা সকলেই অংশগ্রহণ করবেন, জনগণের মধ্যে যাবেন এবং সত্য ভাগ করে নেবেন। আমরা সর্বদা সত্যকে সমর্থন করব, কারণ এটি শ্রমিক, কৃষক, প্রকল্পের সঙ্গে জড়িত কর্মচারী এবং গ্রামের স্বার্থের সঙ্গে সম্পর্কিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ