
মুম্বই, ৫ জানুয়ারি (হি.স.): ভেনেজুয়েলায় আমেরিকা দ্বন্দ্বের ফলে তৈরি হয়েছে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা। এর জেরে ডলারের চাহিদা বাড়ায় আরও কমলো টাকার দাম। সোমবার সকালে লেনদেনের শুরুতে ৪ পয়সা বেড়ে আমেরিকার মুদ্রার দাম দাঁড়িয়েছে ৯০.২৪ টাকা। শুক্রবার ডলার বেড়েছিল ২২ পয়সা। থামে ৯০.২০ টাকায়। অন্য দিকে, দোলাচলে মার্কেট পরিস্থিতি। সোমবার সকালে লেনদেনের শুরুতে সেনসেক্স এবং নিফটি হ্রাস পেয়েছে। প্রথমে উঠে, তার পরে অনেকটা নেমে আবার বেশ কিছুটা ঘুরে দাঁড়ায়।
উল্লেখ্য এর আগে ডিসেম্বর মাসে ডলারে নিরিখে পড়েছিল টাকার দাম| সে সময় ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে ক্রমবর্ধমান ধোঁয়াশা এবং শেয়ার বাজার থেকে ধারাবাহিক ভাবে বিদেশি পুঁজি তুলে নেওয়ার জন্য এই পতন হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ