প্রাকৃতিক উপায়ে বন্যা ব্যবস্থাপনা, কর্মশালার সূচনা কলকাতায়
কলকাতা, ৫ জানুয়ারি (হি. স.): আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের উদ্যোগে সোমবার থেকে ৫দিন ব্যাপী ''প্রাকৃতিক উপায়ে বন্যা ব্যবস্থাপনা'' তথা ''ন্যাচারাল ফ্লাড ম্যানেজমেন্ট - শীর্ষক এক বিশেষ আন্তর্জাতিক কর্মশালার সূচনা হয়েছে। সংশ্লিষ্ট বিশ্বব
আলিয়া বিশ্ববিদ্যালয়ে


কলকাতা, ৫ জানুয়ারি (হি. স.): আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের উদ্যোগে সোমবার থেকে ৫দিন ব্যাপী 'প্রাকৃতিক উপায়ে বন্যা ব্যবস্থাপনা' তথা 'ন্যাচারাল ফ্লাড ম্যানেজমেন্ট - শীর্ষক এক বিশেষ আন্তর্জাতিক কর্মশালার সূচনা হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে এক বিশেষ প্রকল্পের অঙ্গ হিসাবে আয়োজিত ওই কর্মশালাতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র, ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ড: জো রাভেটজ, হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের ড: রাম অবতার প্রমুখ। আলোচনা সভার মধ্য দিয়ে প্রাকৃতিক উপায়ে বন্যা পরিস্থিতির ক্ষতিকর প্রভাবের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় মিলবে বলে আশাপ্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: রফিকুল ইসলাম।

অন্যদিকে, অবস্থানগত দিক থেকে বাংলা একটি বন্যাপ্রবণ এলাকা বলে উল্লেখ করার পাশাপাশি ঔপনিবেশিক আমলে বন্যা পরিস্থিতি এই মুহূর্তে যে তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে নিয়ে সেই মন্তব্য করেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র। তিনি এই প্রসঙ্গে আরো বলেন, বর্তমানে বন্যা সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব নয়, ফলে এবার প্রাকৃতিক উপায়ে বন্যা পরিস্থিতির মোকাবিলা করার কথা চিন্তা করা হচ্ছে। সাম্প্রতিক প্রেক্ষাপটে দেশীয় ঐতিহ্যশীল পদ্ধতি প্রয়োগ করে ক্রমবর্ধমান প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিকর প্রভাব হ্রাস করা গবেষণার মূল উদ্দেশ্য । মুখ্য গবেষকদের মধ্যে অন্যতম ছিল ড. নাসরিন বানু'র অভিমত।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande