
ঝাড়গ্রাম, ৮ জানুয়ারি (হি.স.) : জঙ্গল পথ ধরে বাড়ি ফেরার সময় এক মহিলাকে জোরপূর্বক জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার ঘটনায় এক যুবককে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম আদালত। বৃহস্পতিবার জেলা আদালতের তরফে এই সাজা ঘোষণা করা হয়।
সাজাপ্রাপ্ত যুবকের নাম কার্তিক মাহাতো। তিনি জামবনি থানা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের মার্চ মাসে জামবনি থানা এলাকার একটি জঙ্গলে বিকেলের দিকে বাড়ি ফেরার সময় এক মহিলাকে পথ আটকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে যায় অভিযুক্ত কার্তিক মাহাতো। অভিযোগ, ওই মহিলা যাতে চিৎকার করতে না পারেন, সে জন্য ওড়না দিয়ে তাঁর মুখ বেঁধে দেওয়ার চেষ্টাও করা হয়। তবে কোনওক্রমে অভিযুক্তের হাত থেকে পালিয়ে প্রাণে বাঁচেন ওই মহিলা।
ঘটনার পরদিন নির্যাতিতার পরিবার জামবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ কার্তিক মাহাতোকে গ্রেফতার করে ঝাড়গ্রাম আদালতে হাজির করে। কয়েক মাস জেল হেফাজতে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। তদন্তকারী পুলিশ আধিকারিক এক মাসের মধ্যেই তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ২০২৩ সালের মার্চ মাসে মামলার চার্জফ্রেম গঠিত হয়। নির্যাতিতা, তাঁর বাবা-মা-সহ মোট সাত জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে বুধবার আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে।
এরপর বৃহস্পতিবার আদালত কার্তিক মাহাতোকে এক বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার নির্দেশ দেয়। জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড ভোগ করার নির্দেশ দিয়েছেন জেলা বিচারক।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো