
গুয়াহাটি, ৮ জানুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন হঠাৎ করেই পড়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর মারা গেছেন মিজোরামের এক ক্রিকেটার।
মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন ( সিএএম) জানিয়েছে যে রাজ্যের রাজধানী আইজলের কাছে সিহমুইতে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগের স্ক্রিনিং টুর্নামেন্টে খেলার সময় ৩৮ বছর বয়সী কে. লালরেমরুতা স্ট্রোকের কারণে মারা গেছেন।
তিনি রঞ্জি ট্রফিতে দুবার এবং সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সাতবার মিজোরামের প্রতিনিধিত্ব করেছেন। তিনি স্থানীয় পর্যায়ে বেশ কয়েকটি ক্লাবের হয়েও খেলেছেন। আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তার পরিবারের সঙ্গে রয়েছে। এই বিরাট ক্ষতি কাটিয়ে ওঠার সময় ঈশ্বর তাদের সান্ত্বনা দিন, সিএএম এক বিবৃতিতে বলেছে।
মিজোরামের ক্রীড়া ও যুব পরিষেবা মন্ত্রী লালনহিঙ্গলোভা হামার লালরেমরুতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
তার দল, ভেংঘনুয়াই রাইডার্স ক্রিকেট ক্লাব এবং চাওনপুই ইলমোভ ক্রিকেট ক্লাবের মধ্যে খেলার সময় তিনি শ্বাসকষ্ট অনুভব করেন। এই কঠিন সময়ে তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং ক্রীড়া জগতের সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা, তিনি বলেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি