
মালদা, ৮ জানুয়ারি (হি.স.) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মালদা থেকে অভিযোগ করেছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলি বিজেপির সঙ্গে চুক্তি করে নিয়েছে।
পুরাতন মালদা থানা এলাকার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জলঙ্গিতে এক সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আর কাজের জন্য অন্য রাজ্যে যেতে হবে না। তিনি আশ্বাস দেন যে রাজ্যের মধ্যেই কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে।
সভায় পরিযায়ী শ্রমিকদের সমস্যা শুনে তিনি কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, পরিযায়ী শ্রমিকরা বাংলা বলার কারণে অন্যান্য রাজ্যে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে হয়রানি করা হচ্ছে। তিনি আরও বলেন, যদি কোনও পরিযায়ী শ্রমিককে এইভাবে নিশানা করা হয়, তাহলে আইনি সহায়তা প্রদান করা হবে।
মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার পর, তৃণমূল কংগ্রেস থেকে তাঁকে নিলম্বিত করা হয়। এই বিষয়ে কোনও নাম উল্লেখ না করে অভিষেক বলেন, যেসব নেতা আগে বিজেপির প্রার্থী ছিলেন তারা এখন ধর্মের নামে মানুষকে বিভক্ত করার চেষ্টা করছেন। কিছু লোক ধর্মকে রাজনীতি হিসেবে ব্যবহার করে অর্থ উপার্জন করতে চান। দরিদ্রদের সাহায্য করুন, এটাই কোরানের শিক্ষা। প্রসঙ্গত, হুমায়ুন কবির ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জঙ্গিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তিনি হেরে যান। তৃণমূল দাবি করেছে যে এই পুরো বিষয়টি বিজেপির দ্বারা পরিকল্পিত, যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদায় পরিযায়ী শ্রমিকদের জন্য 'এক ডাকে অভিষেক' হেল্পলাইন চালু করার কথা ঘোষণা করেছেন। এই হেল্প লাইন নম্বরটি ইতিমধ্যেই তার সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে সক্রিয় রয়েছে। তিনি বলেন যে মালদা আমার বর্ধিত পরিবারের অংশ। যদি কোনও পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে হয়রানি করা হয়, তাহলে তৃণমূল আইনি সহায়তা প্রদান করবে।
ধর্মের নামে বিজেপি বিভেদমূলক রাজনীতি করছে বলে অভিযোগ করে অভিষেক বলেন, রাত ১ টায় কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স চালকের ধর্ম কেউ জিজ্ঞাসা করে না। কৃষক, মাছ বিক্রেতা এবং ফুল বিক্রেতাদের কি তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়? বিজেপি সমাজকে বিভক্ত করে, অন্যদিকে তৃণমূল সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।
হিন্দুস্থান সমাচার / সোনালি