সংস্কৃতি ও ঐতিহ্য মেনে জন্মদিন পালন মুখ্যমন্ত্রী ডাঃ সাহার
আগরতলা, ৮ জানুয়ারি (হি.স.) : জন্মদিন উপলক্ষ্যে রাজ্যবাসী, দলের কর্মী-সমর্থক ও নেতৃবৃন্দদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে আগরতলার মেলারমাঠ কালীবাড়িতে বিশেষ পূজ
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ৮ জানুয়ারি (হি.স.) : জন্মদিন উপলক্ষ্যে রাজ্যবাসী, দলের কর্মী-সমর্থক ও নেতৃবৃন্দদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে আগরতলার মেলারমাঠ কালীবাড়িতে বিশেষ পূজা দেন মুখ্যমন্ত্রী।

এদিন জন্মদিন উদযাপন উপলক্ষ্যে তাঁর নির্বাচনী কেন্দ্র ৮ টাউন বড়দোয়ালি বিজেপি মণ্ডলের উদ্যোগে এক শুভেচ্ছা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডলের সভাপতি-সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা।

মেলারমাঠ কালীবাড়িতে বিশেষ পূজা দেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেচ্ছার জোয়ারে ভাসেন। আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পুষ্পস্তবক তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। এছাড়াও দলের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

জন্মদিন উপলক্ষ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, জন্মদিন প্রত্যেকের কাছেই একটি গুরুত্বপূর্ণ দিন। তবে অন্যান্য রাজনৈতিক দলের মত আড়ম্বরপূর্ণ উদযাপনের পরিবর্তে সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রেখেই এই দিনটি পালন করা হয়। তিনি আরও জানান, অন্যান্য দিনের মত এদিনও তিনি ভগবানের কাছে রাজ্যবাসী এবং দলের কর্মী-সমর্থক ও নেতৃবৃন্দের মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের একসাথে এগিয়ে চলার বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর মার্গদর্শনেই রাজ্য সরকার এগিয়ে চলেছে। বিভেদ থেকে যত বেশি দূরে থাকা যাবে, ততই আমরা ঐক্যবদ্ধ থাকতে পারব—এমন মন্তব্যও করেন তিনি।

এদিন সামাজিক মাধ্যমেও বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহাকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande