বীরভূমে চাষের জমির পাশ থেকে উদ্ধার ব্যক্তির দেহ, চাঞ্চল্য
বীরভূম, ৮ জানুয়ারি (হি.স.): বৃহস্পতিবার ভোরবেলায় নিজের আলুর জমির পাশ থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বীরভূমের মহম্মদবাজার থানার ভূতুরা পঞ্চায়েতের কেনেরা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম বাবলু সোরেন। প্র
Death


বীরভূম, ৮ জানুয়ারি (হি.স.): বৃহস্পতিবার ভোরবেলায় নিজের আলুর জমির পাশ থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বীরভূমের মহম্মদবাজার থানার ভূতুরা পঞ্চায়েতের কেনেরা গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম বাবলু সোরেন। প্রতিদিনের মত এদিনও তিনি রাতে নিজের আলুর জমি পাহারা দিতে গিয়েছিলেন। তারপর সকালে বাড়ি ফিরছেন না দেখে ওই ব্যক্তির স্ত্রী জমিতে গিয়ে দেখেন, স্বামীর দেহ জমির পাশে পড়ে রয়েছে। পেটে আঘাতের চিহ্ন রয়েছে। তারপরেই তিনি গিয়ে গ্রামবাসীদের খবর দেন। খবর দেওয়া হয় মহম্মদবাজার থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। কী ভাবে এমন ঘটল তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande