
পাঁচগ্রাম (অসম), ৮ জানুয়ারি (হি.স.) : হাইলাকান্দি জেলার অন্তর্গত পাঁচগ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে একজন আহত হয়েছেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার রাতে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানার অধীন বাগমারা এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রেললাইনের পার্শ্ববর্তী একাধিক বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গেছে বলে জানা গেছে।
আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা দলে দলে গিয়ে যে যার মতো আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে বদরপুর থেকে ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে আগুন নেভাতে গিয়ে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তির নাম জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস