ইডি-র তদন্তে বাধা দেওয়ার দায়ে তোপ শুভেন্দু অধিকারীর
কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : আইপ্যাক-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ ও মনোভাবে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতাকে একহাত নিয়ে বলেন, আমি মনে করি মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশ কমিশনারের
শুভেন্দু অধিকারী


কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : আইপ্যাক-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ ও মনোভাবে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতাকে একহাত নিয়ে বলেন, আমি মনে করি মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশ কমিশনারের ঘটনাস্থলে যাওয়াটা অনৈতিক, অসাংবিধানিক এবং কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি হস্তক্ষেপ।

আইপ্যাক অফিসের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ইডি-র কাজ কি পার্টির স্ট্র্যাটেজি বা ক্যান্ডিডেট লিস্ট দেখা? অমিত শাহ দেশের জঘন্য এবং দুষ্টু স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি দেশকে সুরক্ষা দিতে পারেন না, কিন্তু বিরোধীদের ওপর আক্রমণ শানান।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচনের আগে তাঁর দলের সমস্ত তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই তল্লাশি চালানো হচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনা এবং এজেন্সির অতিসক্রিয়তার অভিযোগ তোলার পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এসআইআর-এর নামে একপেশেভাবে বাংলার মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। প্রায় দেড় কোটি মানুষকে ডাকা হয়েছে এবং ৫৪ লক্ষ মানুষের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে ৷

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande