আইপ্যাকের দফতরে মমতা উবাচ
কলকাতা, ৮ জানুয়ারি (হি. স. ) : একনজরে মুখ্যমন্ত্রী মমতা বন্থ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি— *কমিশনকে তোপ, *অমিত শাহকে কটাক্ষ, *প্রধানমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন, *আমাদের সঙ্গে চিটিং করলে, জুয়া খেললে মেনে নেব না। *মানি পাওয়ার, মা
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৮ জানুয়ারি (হি. স. ) : একনজরে মুখ্যমন্ত্রী মমতা বন্থ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি—

*কমিশনকে তোপ,

*অমিত শাহকে কটাক্ষ,

*প্রধানমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন,

*আমাদের সঙ্গে চিটিং করলে, জুয়া খেললে মেনে নেব না।

*মানি পাওয়ার, মাসল পাওয়ার ব্যবহার করছে।

*আমরা রেজিস্টার্ড রাজনৈতিক দল, আয়কর দিই,

*এসআইআর-এর নামে মানুষের হয়রানি।

*এসআইআর-এ এত মৃত্যুর দায় কার?

*আমাদের নথি, স্ট্রাটেজি, ভাষা— সব লুঠ করছে।

*এটা অপরাধ।

*ভোটের আগে তথ্যচুরি,

*বিজেপি-র টাকায় কয়েকশো এজেন্সি কাজ করছে,

*বিজেপি এত বড় ডাকাত, ইডি-সিবিআই ওদের ধরে না,

*সব নথি ঠিকঠাক করতে ভোট পেরিয়ে যাবে।

*আমরা যদি বিজেপি অফিসে চড়াও হই, সেটা কি ভালো হবে?

বাংলায় জিততে চাইলে রাজনৈতিকভাবে লড়ুক।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande