শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি
কলকাতা, ৮ জানুয়ারি (হি.স.): ব্যবসায়ী তথা একটি বিশেষ রাজনৈতিক দলের পরামর্শদাতা সংস্থার কর্তার মধ্য কলকাতার বাড়িতে এবং নিউ টাউনের অফিসে বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ দিন সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জও
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট


কলকাতা, ৮ জানুয়ারি (হি.স.): ব্যবসায়ী তথা একটি বিশেষ রাজনৈতিক দলের পরামর্শদাতা সংস্থার কর্তার মধ্য কলকাতার বাড়িতে এবং নিউ টাউনের অফিসে বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ দিন সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডি আধিকারিকরা ওই দুই জায়গায় তল্লাশি অভিযান শুরু করেন। দিল্লি এবং কলকাতার আধিকারিকদের যৌথ দল ওই অভিযানে রয়েছেন বলে জানা গেছে ইডি সূত্রে।

উল্লেখ্য, সম্প্রতি বালি পাচার ও কয়লা পাচারের মামলায় একাধিক ব্যবসায়ী এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের যোগসূত্র পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। কয়লা ও বালি পাচারের কালো টাকা বিভিন্ন ব্যবসায়ীর কাছে গচ্ছিত রাখা রয়েছে বলেও দাবি করেছেন তাঁরা। সেই সূত্রেই এ দিনের অভিযান বলে জানা যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande