বরেলিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা ও দুই ছেলের
বরেলি, ৮ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের বেরিলি জেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা ও দুই ছেলের। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার সকালে বাহেরি থানার অন্তর্গত এলাকার গুদোওয়ারা গ্রামের কাছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়
বরেলিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা ও দুই ছেলের


বরেলি, ৮ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের বেরিলি জেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা ও দুই ছেলের। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার সকালে বাহেরি থানার অন্তর্গত এলাকার গুদোওয়ারা গ্রামের কাছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবরানিয়ান থানা এলাকার ইটাউয়া গ্রামের বাসিন্দা পাপ্পু (৫৫) তাঁর দুই ছেলে বিবেক কুমার (২০)ও বিশাল কুমারকে (১৫) নিয়ে বাইকে করে কাজের উদ্দেশ্যে কিছা যাচ্ছিলেন। সকাল প্রায় আটটা নাগাদ গুদোওয়ারা গ্রামের কাছে পৌঁছতেই পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁদের বাইকে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ট্রাকচালক গাড়ি ফেলে পালিয়ে যায়। মৃতদের কাছ থেকে পাওয়া নথির মাধ্যমে পরিবারকে খবর দেওয়া হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পাপ্পু ছয় সন্তানের পিতা ছিলেন এবং শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। এই ঘটনায় তাঁর স্ত্রী শীলা দেবী ও পরিবারের সদস্যরা গভীর শোকে ভেঙে পড়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

এক পুলিশ আধিকারিক জানান, দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি আটক করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande