আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডির হানার জেরে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী, সিপি
কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.): তৃণমূলের পরামর্শদাতা ‘আইপ্যাক’-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার ইডি-র হানা দেওয়ার কিছু সময়ের পরই ঘটনাস্থলে তড়িঘড়ি হাজির হন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই ঘটনায় রাজনৈ
আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডির হানার জেরে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী, সিপি


কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.): তৃণমূলের পরামর্শদাতা ‘আইপ্যাক’-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার ইডি-র হানা দেওয়ার কিছু সময়ের পরই ঘটনাস্থলে তড়িঘড়ি হাজির হন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

কয়লাকাণ্ডে রাজ্যে দুরন্ত অভিযান ইডি-র। এদিন সল্টলেকের আইপ্যাকের অফিসে হানা ইডির। পাশাপাশি লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। পোস্তায় এক ব্যাবসায়ীর বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে জানা গিয়েছে কয়লাকাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় তল্লাশি চালাচ্ছে ইডির টিম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক জৈনের বাড়ির পর সল্টলেকের আইপ্যাকের অফিসেও পৌছে যান মুখ্যমন্ত্রী। সকাল থেকে দীর্ঘ সময় ধরে চলে কয়লা কাণ্ডে ইডির তল্লাশি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande