প্রায় ১২ ঘন্টার তদন্ত, বার হওয়ার মুখে ইডি আধিকারিকরা
কলকাতা, ৮ জানুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার সাত সকালে তদন্ত শুরুর ১২ ঘণ্টা পর আইপ্যাক অফিস থেকে বের হন ইডি আধিকারিকরা। ইডি অভিযানে চক্রান্ত অভিযোগ তুলে বাইরে বিশাল জমায়েত ছিল রাজ্যের প্রচুর শাসক নেতা-কর্মী। তুমুল উত্তেজনা দেখা দেয়। ইডির গাড়ি ধরে ব
প্রায় ১২ ঘন্টার তদন্ত, বার হওয়ার মুখে ইডি আধিকারিকরা


কলকাতা, ৮ জানুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার সাত সকালে তদন্ত শুরুর ১২ ঘণ্টা পর আইপ্যাক অফিস থেকে বের হন ইডি আধিকারিকরা। ইডি অভিযানে চক্রান্ত অভিযোগ তুলে বাইরে বিশাল জমায়েত ছিল রাজ্যের প্রচুর শাসক নেতা-কর্মী। তুমুল উত্তেজনা দেখা দেয়।

ইডির গাড়ি ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। বিজেপি এবং কমিশন-বিরোধী নানা রকম ধ্বনি দিতে থাকে। ইডি আধিকারিকরা বের হতেই কৃষ্ণা চক্রবর্তী-সহ সুজিত বোসরাও বেরিয়ে যান।

“আপনি কি বেরিয়ে যাচ্ছেন”? সাংবাদিকদের ওই প্রশ্নের উত্তরে কৃষ্ণা চক্রবর্তী বলেন, “আমি বেরিয়ে যাচ্ছি, আর কে বের হচ্ছে, জানি না”। তিনি বলেন, “এটা চক্রান্ত হচ্ছে, হতে দিন।

তবে, প্রতীক জৈন-র সঙ্গে কথা হল আমার কোনও কথা হয়নি।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande