
কলকাতা, ৮ জানুয়ারি (হি.স.) : তদন্তে বাধা দেওয়ার দায়ে আদালতে মামলা করেছে ইডি। অন্যদিকে, আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে এবার আদালতের দ্বারস্থ হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
অভিযানকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে আবেদন করা হয়েছে শাসক শিবিরের তরফে। আবেদনে তৃণমূলের দাবি, আইপ্যাক তৃণমূলের পরামর্শদাতা সংস্থা। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আইপ্যাকের কাছে দলের নানা তথ্য, নথি ছিল। বিজেপি ইডিকে কাজে লাগিয়ে সেসব লুটের চেষ্টা করেছিল বলে অভিযোগ তুলেছে তৃণমূল।
সূত্রের খবর, মামলার অনুমতি মিলেছে। শুক্রবার শুনানির সম্ভাবনা। ইডি অভিযান নিয়ে এখনও পর্যন্ত মোট তিনটি মামলা দায়ের হয়েছে হাই কোর্টে। সব কটি মামলার শুনানি হতে পারে শুক্রেই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত