
জৌনপুর, ৮ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের জৌনপুর জেলায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে চাঁদওয়াক থানার হিরাপুর মাছহাটি গ্রামে। দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম আফসানা। ২০১৮ সালে তাঁর বিয়ে হয়েছিল ওই গ্রামের বাসিন্দা সলমনের সঙ্গে।
বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতার বাবা সালামুদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান—বিয়ের পর থেকেই পণের জন্য অত্যাচার চলছিল। তাঁর অভিযোগ, সলমন ও তার পরিবারের সদস্যরা গাড়ি, নগদ ও গয়না দাবি করছিলেন এবং দাবি পূরণ না হলে মেয়েকে প্রাণে মারার হুমকি দিতেন।
অভিযোগে বলা হয়েছে, বুধবার আফসানাকে ঝুলিয়ে খুন করা হয়েছে। মৃতার তিন বছরের এক পুত্রসন্তান রয়েছে।
এদিন এক পুলিশ আধিকারিক জানান, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য