ওড়িশার একাধিক জেলা আদালতে বোমা হামলার হুমকি, উদ্বিগ্ন নবীন পট্টনায়েক
ভুবনেশ্বর, ৮ জানুয়ারি (হি.স.) : ওড়িশার বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ই-মেলের মাধ্যমে রাজ্যের সম্বলপুর, কটক এবং দেওগড় জেলার আদালতগুলোতে বোমা হামলার হুমকি দেওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আদালতের পাশাপাশ
ওড়িশার একাধিক জেলা আদালতে বোমা হামলার হুমকি, উদ্বিগ্ন নবীন পট্টনায়েক


ভুবনেশ্বর, ৮ জানুয়ারি (হি.স.) : ওড়িশার বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ই-মেলের মাধ্যমে রাজ্যের সম্বলপুর, কটক এবং দেওগড় জেলার আদালতগুলোতে বোমা হামলার হুমকি দেওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আদালতের পাশাপাশি বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী, আদালতের কর্মচারী এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তাকেও সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত।

বৃহস্পতিবার নিজের সমাজ মাধ্যমে পোস্টে নবীন পট্টনায়েক এর যথাযথ তদন্ত করার আহ্বান জানান। তিনি বলেন, এটি খুঁজে বের করা প্রয়োজন যে হুমকি কোথা থেকে এসেছে এবং এর পিছনে কে জড়িত। বিরোধী দলনেতা এই পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকা, গুজব থেকে দূরে থাকা এবং নিরাপত্তা সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করার অনুরোধ করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande