এসআইআর প্রক্রিয়া চলাকালীন শিলিগুড়ির প্রশাসনিক দফতরে আগুন
শিলিগুড়ি, ৮ জানুয়ারি (হি স): এসআইআর প্রক্রিয়া চলাকালীনই শিলিগুড়ির মহকুমাশাসকের দফতরে বিধ্বংসী আগুন লাগল। বুধবার রাত ১১টা নাগাদ দফতরের অফিস থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় দমকল এবং পুলিশকে। খবর পেয়ে নির্বাচন
এসআইআর প্রক্রিয়া চলাকালীন শিলিগুড়ির প্রশাসনিক দফতরে আগুন


শিলিগুড়ি, ৮ জানুয়ারি (হি স): এসআইআর প্রক্রিয়া চলাকালীনই শিলিগুড়ির মহকুমাশাসকের দফতরে বিধ্বংসী আগুন লাগল। বুধবার রাত ১১টা নাগাদ দফতরের অফিস থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় দমকল এবং পুলিশকে। খবর পেয়ে নির্বাচন দফতর (সিইও) থেকে মহকুমাশাসকের সঙ্গে যোগাযোগ করা হয়। তাতে অতিরিক্ত সিইও এই প্রতিবেদককে জানিয়েছেন, এসআইআর-এ এই অগ্নিকান্ডের প্রভাব পড়বে না।

ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। একেবারে তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করেন দমকল কর্মীরা। কীভাবে এই আগুন তা স্পষ্ট না হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান। ঘটনায় পুড়ে গিয়েছে চেয়ার, টেবিল-সহ একাধিক বৈদ্যুতিন যন্ত্রপাতি। একাধিক গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ারও আশঙ্কা করছেন কেউ কেউ।

জানা যায়, বুধবার রাতে মহকুমাশাসকের অফিস ফাঁকা ছিল। বন্ধ ছিল ঘর। সেই সময় হঠাৎ করে অফিসের ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। দমকল আসার ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন প্রশাসনের কিছু উচ্চপদস্থ আধিকারিক। তাৎপর্যপূর্ণভাবে ওই অফিস থেকেই এসআইআর সংক্রান্ত কাজ পরিচালিত হচ্ছে। অগ্নিকাণ্ডে কিছু পুড়ে যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে। বর্তমানে সমস্ত নথি ডিজিটালাইজেশন করে রাখা হচ্ছে। যদিও সিইও দফতর থেকে খোঁজ করে এই প্রতিবেদককে জানানো হয়েছে, এসআইআর-এ এই অগ্নিকান্ডের প্রভাব পড়বে না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande