রাজস্থানে প্লাস্টিকের গুদামে হানা, এক লক্ষ টাকা জরিমানা
জয়পুর, ৮ জানুয়ারি (হি.স.) : শহরকে পরিষ্কার ও প্লাস্টিকমুক্ত রাখতে জয়পুর পুরনিগমের পক্ষ থেকে সিঙ্গল ইউজ প্লাস্টিক ও নোংরা ছড়ানোর বিরুদ্ধে কড়া অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে বাস বদনপুরা এলাকায় বৃহস্পতিবার একটি গুদামে অভিযান চালানো
রাজস্থানে প্লাস্টিকের গুদামে হানা, এক লক্ষ টাকা জরিমানা


জয়পুর, ৮ জানুয়ারি (হি.স.) : শহরকে পরিষ্কার ও প্লাস্টিকমুক্ত রাখতে জয়পুর পুরনিগমের পক্ষ থেকে সিঙ্গল ইউজ প্লাস্টিক ও নোংরা ছড়ানোর বিরুদ্ধে কড়া অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে বাস বদনপুরা এলাকায় বৃহস্পতিবার একটি গুদামে অভিযান চালানো হয়।

পরিদর্শনে গুদাম চত্বরে ব্যাপক নোংরা, ডাস্টবিনের অভাব এবং সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার ধরা পড়ে। নিয়ম লঙ্ঘনের অভিযোগে গুদাম মালিককের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পুরনিগমের পক্ষ থেকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়।

এদিন প্রশাসনের এক আধিকারিক জানান, ভবিষ্যতে পরিচ্ছন্নতা বজায় রাখা ও প্লাস্টিক ব্যবহার না করার অঙ্গীকারও গুদাম কর্তৃপক্ষকে করানো হয়েছে। এ ছাড়াও পৃথক অভিযানে একটি ই-রিকশা থেকে অবৈধভাবে পরিবাহিত প্রায় ১২০ কেজি সিঙ্গল ইউজ প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।

পুরনিগম কমিশনার ডা. গৌরব সাইনি স্পষ্ট করে জানান, নোংরা ছড়ানো, ডাস্টবিন না রাখা এবং সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande