
দক্ষিণ ২৪ পরগনা, ৮ জানুয়ারি (হি.স.): প্রায় নিয়মিত ট্রেন দেরিতে আসে, যাত্রী ভোগান্তি লেগেই রয়েছে। একই ঘটনা বৃহস্পতিবার সকালেও। সকাল ৮টা ৪২ মিনিটের সোনারপুর লোকাল নির্দিষ্ট সময়ে স্টেশনে না আসায় ক্ষোভে ফেটে পড়লেন নিত্যযাত্রীরা। এর পরেই রেললাইনে নেমে চলে অবরোধ। প্রায় মিনিট ২০ পরে রেলকর্মীরা এসে বুঝিয়ে অবরোধ তোলেন। যাত্রীদের অভিযোগ, ট্রেন দেরির ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে গিয়েছে। বহুবার জানানো হলেও পরিস্থিতির কোনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবারের ঘটনার জেরে স্টেশনে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। রেল সূত্রে জানা গিয়েছে, সোনারপুর স্টেশনে ট্রেন ঢুকতে দেরি হওয়াতেই এই বিপত্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি ও আরপিএফ। আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। প্রশাসনের আশ্বাসের পরে অবরোধ উঠলেও নিত্যযাত্রীদের হুঁশিয়ারি, এ বার কাজ না হলে, তাঁরা বড়সড় আন্দোলনে নামবেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ