
উদয়পুর, ৮ জানুয়ারি (হি. স.) : রাজস্থানের উদয়পুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় দুজন।
ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ঋষভদেব থানা এলাকার জাতীয় সড়ক–৪৮-এ পিপলি-এ গ্রামের কাছে। একটি বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় বাসচালকসহ দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন যাত্রী।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ২টা নাগাদ গোরক্ষপুর থেকে সুরাটগামী বাসটি সামনের দিকে চলা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তদন্ত চলাকালীন বাসের লাগেজ অংশে কাঠের বাক্সে ভরা বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার হয়, যা যাত্রী পরিবহনের আড়ালে গুজরাটে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করা হয়েছে। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ঋষভদেব থানার ভারপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক জানান, নিহত দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য উদয়পুরে পাঠানো হয়েছে। পলাতক ট্রাকচালকের খোঁজে তল্লাশি চলছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য