
রাজকোট, ৮ জানুয়ারি (হি. স.) : বিজয় হাজারে ট্রফির নক - আউট পর্বে যোগদান অধরা। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচেই ৫ উইকেটে হারল বাংলা। চলতি টুর্নামেন্টে অপরাজেয় উত্তরপ্রদেশের কাছে এদিন ওই পরাজয়।
রাজকোটে টসে জিতেই উত্তরপ্রদেশ বাংলাকে ব্যাট করতে পাঠায়। ৪৫.১ ওভারে ২৬৯ রানে শেষ হয়েছে বাংলার ইনিংস। সুদীপ কুমার ঘরামি ৬ রানের জন্য শতরান থেকে বঞ্চিত। তাঁর ১০৬ বলে এদিন ৯৪ রানের ইনিংসে ১২টি বাউন্ডারি ও একটি ছক্কা রয়েছে। শাহবাজ আহমেদ ৪৩ ও আকাশদীপ ৩৩ রান করে।
ওপেনার করণ লাল ৫ রান করে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ১১ বলে ২৮ রান, অনুষ্টুপ মজুমদার ১০ বলে ১৩ রান, শাকির হাবিব গান্ধী ২৬ বলে ১৭ রান, বিশাল ভাটি ২০ বলে ১৫ রান, মহম্মদ শামি ১১ বলে ১০ রান ও অঙ্কিত মিশ্র ৩ বলে ১ রানে প্যাভিলিয়নে। ৩ বলে ২ রানে অপরাজিত রোহিত। জিশান আনসারি ৩টি এবং করণ চৌধুরী ও বিপ্রাজ নিগম ২টি করে উইকেট দখল করে। কুণাল ত্যাগী, প্রশান্ত বীর ও অধিনায়ক রিঙ্কু সিং ১টি করে উইকেট তুলেছে।
বৃহস্পতিবার এর জবাবে ৪২.২ ওভারে ৫ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তোলে উত্তরপ্রদেশ। ধ্রুব জুরেল ৯৬ বলে সর্বাধিক ১২৩ রান করেন। আরিয়ান জুয়াল ৬৫ বলে ৫৬ রান করেন। রিঙ্কু সিং ২৬ বলে ৩৭ রানে অপরাজিত। মহম্মদ শামি ৭ ওভারে ৫৩ রান, আকাশদীপ ৬ ওভারে ২৭ রান, অঙ্কিত মিশ্র ৯ ওভারে ৬৮ রান ও রোহিত ১টি মেডেন - সহ ৯.২ ওভারে ৪৫ রান দেয় ও প্রত্যেকেই একটি করে উইকেট দখল করে। শাহবাজ ৭ ওভারে ৪৯ রান, বিশাল ভাটি ২ ওভারে ১৭ রান ও করণ লাল ২ ওভারে ৬ রান দিয়েও উইকেট পায়নি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত