১২ ঘণ্টার মধ্যে প্রায় ১২ বার ভূকম্পন রাজকোটে
রাজকোট, ৯ জানুয়ারি (হি.স.): এক বার বা দু''বার নয়, মাত্র ১২ ঘণ্টার মধ্যে প্রায় ১২ বার ভূকম্পন হল গুজরাটের রাজকোটে। যদিও সব ক''টি কম্পনই ছিল মৃদু, তবু আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন| জানা গেছে, বেশ কয়েকটি এলাকায় বাড়িও খালি করানো হয়।
ভূমিকম্প


রাজকোট, ৯ জানুয়ারি (হি.স.): এক বার বা দু'বার নয়, মাত্র ১২ ঘণ্টার মধ্যে প্রায় ১২ বার ভূকম্পন হল গুজরাটের রাজকোটে। যদিও সব ক'টি কম্পনই ছিল মৃদু, তবু আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন| জানা গেছে, বেশ কয়েকটি এলাকায় বাড়িও খালি করানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত পৌনে ৯টা নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়| আর শেষ ভূকম্পন হয় শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ। কম্পনের উৎসস্থল ছিল কচ্ছ অঞ্চলের অন্তর্গত এলাকায়। সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৩.৮। বিশেষজ্ঞদের মতে, বড় বিপদের আশঙ্কা না থাকলেও, অল্প সময়ে এত বার কম্পন হওয়াটাই উদ্বেগের।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande