
কলকাতা, ৯ জানুয়ারি (হি. স.): বাগবাজার গৌরীমাতা উদ্যানে শুক্রবার খাদিমেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ডা. শশী পাঁজা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, দেবাশিস কুমার সহ বিশিষ্ট ব্যক্তিরা। খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান-সহ খাদি পর্ষদের বহু আধিকারিক এদিন উপস্থিত ছিলেন।বছরভর পর্ষদ খাদি ও গ্রামীণ শিল্প জগতের বিভিন্ন স্তরের মানুষজনকে নিয়ে রাজ্যব্যাপী নানান কর্মসৃজন প্রকল্প বাস্তবায়িত করেছে বলে জানান পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক মৃদুল হালদার।
এই প্রসঙ্গে পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ সরকার বলেন, বাংলার আবেগের সঙ্গে জড়িত খাদি উৎপাদন ও তার ব্যাবহারিক মূল্যের আভিজাত্যকে এখনও উচ্চ স্থানে রাখা হয়। ভারতের বিভিন্ন ফ্যাশন ডিজাইনার খাদি বস্ত্রকে ফ্যাশন শো-য়ে পরিচিত করার প্রয়াস জারি রেখেছেন। উন্নত প্রযুক্তির ব্যবহারে খাদি এখন বিশ্বজনীন।
মেলার মুখ্য ব্যাবস্থাপক তথা কলকাতার ৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পূজা পাঁজা জানান, বাগবাজার বলরাম মন্দিরের সন্নিকটে গৌরীমাতা উদ্যানে মেলা চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত। মেলাকে কেন্দ্র করে কেনাকাটার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও রকমারি খাবারের দোকানও রয়েছে|
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত