
ঝাড়গ্রাম, ৯ জানুয়ারি (হি.স.): খাবারের সন্ধানে একটি দলছুট হাতি গ্রামে ঢুকে মাটির বাড়ির দেওয়াল ভেঙে ফেলার ঘটনায় গুরুতর আহত হলেন বছর বিরাশির এক বৃদ্ধা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লালগড় রেঞ্জের চাঁদাবিলা গ্রামে।
শুক্রবার বনদফতর সূত্রে জানা গিয়েছে, আহত বৃদ্ধার নাম কমলা মাহাত (৮২)। স্থানীয় সূত্রে খবর, গত দু’-তিন দিন ধরে পূর্ণাপানি, ঠাকুরপাড়া, মাঝেরগ্রাম ও চাঁদাবিলা সহ আশপাশের একাধিক গ্রামে একটি হাতি তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের।
ঘটনার রাতে হাতিটি খাবারের সন্ধানে চাঁদাবিলা গ্রামে ঢুকে কমলা মাহাত-র মাটির বাড়ির দেওয়াল ভেঙে ফেলে। ওই দেওয়ালের পাশেই খাটিয়ায় ঘুমিয়ে ছিলেন তিনি। হঠাৎ দেওয়াল ভাঙার শব্দে ঘুম ভেঙে যায়। পালানোর চেষ্টা করার সময় মাটির দেওয়ালটি ভেঙে পড়লে তাঁর পায়ে গুরুতর আঘাত লাগে।
দেওয়াল ভাঙার শব্দ শুনে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে দেখেন, খাটিয়ার পাশে রক্তাক্ত অবস্থায় বসে রয়েছেন কমলা মাহাত। এরই মধ্যে গ্রামবাসীরা জড়ো হয়ে হাতিটিকে তাড়া করলে সেটি পার্শ্ববর্তী জঙ্গলে চলে যায়।
পরে আহত বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে লালগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এদিকে গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েক দিন ধরেই হাতিটি এলাকায় ঘোরাফেরা করছে। বনদফতরকে বারবার জানানো হলেও হাতি তাড়ানোর জন্য কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলায় প্রায় সারা বছর ধরেই হাতির তাণ্ডবে বাড়িঘর ভাঙচুর, ফসলের ক্ষয়ক্ষতি ছাড়াও আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটে থাকে। এ বিষয়ে বনদফতর জানিয়েছে, আহত বৃদ্ধার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাড়িঘর ভাঙচুরের জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো