সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে দুর্গাপুরে ওষুধের দোকানে চুরির অভিযোগ, চাঞ্চল্য
দুর্গাপুর, ৯ জানুয়ারি (হি.স.): সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে প্রমাণ লোপাট করে ওষুধের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুরের স্টিল টাউনশিপ এলাকার এ-জোনের কণিষ্ক রোডে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গ
সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে দুর্গাপুরে ওষুধের দোকানে চুরির অভিযোগ, চাঞ্চল্য


দুর্গাপুর, ৯ জানুয়ারি (হি.স.): সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে প্রমাণ লোপাট করে ওষুধের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুরের স্টিল টাউনশিপ এলাকার এ-জোনের কণিষ্ক রোডে এই চুরির ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দোকান খোলার সময় কর্মচারীদের নজরে আসে চুরির বিষয়টি। দেখা যায়, দোকানের টিনের ছাদ কাটা| দোকানের ভেতরের জিনিসপত্র সম্পূর্ণ লন্ডভন্ড অবস্থায় পড়ে।

ঘটনার খবর পেয়ে দোকানের কর্মচারীরা মালিক কল্লোল ভট্টাচার্যকে বিষয়টি জানান। দোকানে এসে পরিস্থিতি খতিয়ে দেখে তিনি দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন। দোকান মালিকের অভিযোগ, নগদ টাকা চুরি হয়েছে। পাশাপাশি প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।

খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande