
কলকাতা, ৯ জানুয়ারি (হি. স.) : শীতে কিছুটা সহায়তা করতে দুঃস্থদের পাশে দাঁড়াল সর্বভারতীয় আয়কর তফসিলি জাতি ও তফসিলি উপজাতি কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে শুক্রবার কলকাতায় হলো শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। ‘মেকিং দিস উইন্টার ওয়ার্মার ফর অল’ - শীর্ষক এই মানবিক উদ্যোগে সমাজের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীতকাতর দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ও সিকিম বিভাগের প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভী বর্মা গর্গ। তিনি বলেন, শীতের সময় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার যুগ্ম সম্পাদক সত্যব্রত প্রামানিক জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো অবশ্যই মানবিক কর্তব্য।
এছাড়াও, এদিন ভাঙড় স্পোর্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে জনজাতি মহিলা ফুটবল খেলোয়াড়দের উন্নয়নের জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। সংগঠনের সম্পাদক অমিত সুর জানান, বীরভূম, বাঁকুড়া ও বর্ধমান-সহ বিভিন্ন জেলায় জনজাতি মহিলাদের খেলাধুলোয় উৎসাহিত করতে এই উদ্যোগ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত