আম আদমি পার্টির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিজেপির
নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): শিখ গুরু তেগ বাহাদুর সম্পর্কে আম আদমি পার্টির নেত্রী অতীশীর ''অসংবেদনশীল'' মন্তব্যের জেরে শুক্রবার আম আদমি পার্টির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করল দিল্লি বিজেপি। বিজেপির শিখ ইউনিটের সদস্য-সহ শয়ে শয়ে কর্মী-সমর্থক অতীশী
আম আদমি পার্টির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিজেপির


নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): শিখ গুরু তেগ বাহাদুর সম্পর্কে আম আদমি পার্টির নেত্রী অতীশীর 'অসংবেদনশীল' মন্তব্যের জেরে শুক্রবার আম আদমি পার্টির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করল দিল্লি বিজেপি। বিজেপির শিখ ইউনিটের সদস্য-সহ শয়ে শয়ে কর্মী-সমর্থক অতীশী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আম আদমি পার্টির সদর দফতরের দিকে মিছিল করে। বিক্ষোভকারীরা দলীয় কার্যালয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে পুলিশ পথ আটকে দেয়। বিজেপি সাংসদ কমলজিৎ শেহরাওয়াত অতীশীর মন্তব্যকে 'বিস্ময়কর' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, দিল্লি বিধানসভায় গুরু তেগ বাহাদুরকে নিয়ে আলোচনার সময়ে অতীশী যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন, তা মর্মান্তিক। ভারতের রক্ষক হিসাবে পরিচিত গুরু তেগ বাহাদুর তাঁর সম্প্রদায়ের জন্য আত্মত্যাগ করেছিলেন। তাঁর বক্তব্যের জন্য অতীশীর ক্ষমা চাওয়া উচিত এবং পদত্যাগ করা উচিত।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande