ইডি-কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকার বিরুদ্ধে পথে নামলো বিজেপির মহিলা মোর্চা
কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): ইডি-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার নিন্দা করে ফের পথে নামল বিজেপি। রাজ্য মহিলা মোর্চার আহ্বানে শুক্রবার সন্ধ্যায় লেক ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি হয়। যুব মোর্চার ডাকে এ দিনই দুপুরে ধর্মতলা মোড় অবরোধ
ইডি-কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকার বিরুদ্ধে পথে নামলো বিজেপির মহিলা মোর্চা


কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): ইডি-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার নিন্দা করে ফের পথে নামল বিজেপি। রাজ্য মহিলা মোর্চার আহ্বানে শুক্রবার সন্ধ্যায় লেক ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি হয়। যুব মোর্চার ডাকে এ দিনই দুপুরে ধর্মতলা মোড় অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা| তারপর আবার সন্ধ্যায় পথে নামে মহিলা মোর্চা। উপস্থিত ছিলেন মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। সেখানেও 'ফাইল চোর মমতা' স্লোগান ওঠে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande