
কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): ইডি-কাণ্ডের প্রতিবাদে এক দিকে যেমন যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা ফাইল 'চুরি'র অভিযোগ তুলে মমতার বিরুদ্ধে পথে নামল বিজেপির যুব মোর্চা। শুক্রবার ধর্মতলা মোড় অবরুদ্ধ করে চলে বিক্ষোভ। বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ছাড়াও ছিলেন রাজ্য বিজেপি নেতা সৌমিত্র খাঁ-সহ বিজেপির আরও বেশ কয়েকজন নেতাও| ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে যায় বিজেপির বিক্ষোভে। দিকে দিকে টায়ার জ্বালানো হয়। স্লোগান ওঠে মমতার ফাইল চুরির বিরুদ্ধে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ