কাঁকেরে ‘বাল্যবিবাহ মুক্ত ভারত’ অভিযানের শপথগ্রহণ কর্মসূচি ১৫ জানুয়ারি
কাঁকের, ৯ জানুয়ারি (হি.স.): ভারত সরকারের মহিলা ও শিশু কল্যাণ দফতরের নির্দেশে বিগত বছরের ২৭ নভেম্বর থেকে ‘বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান’ পরিচালিত হচ্ছে। ১০০ দিনের এই অভিযান চলবে চলতি বছরের ৮ মার্চ পর্যন্ত। এই অভিযানের অংশ হিসেবে আগামী ১৫ জানুয়ারি
কাঁকেরে ‘বাল্যবিবাহ মুক্ত ভারত’ অভিযানের শপথগ্রহণ কর্মসূচি ১৫ জানুয়ারি


কাঁকের, ৯ জানুয়ারি (হি.স.): ভারত সরকারের মহিলা ও শিশু কল্যাণ দফতরের নির্দেশে বিগত বছরের ২৭ নভেম্বর থেকে ‘বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান’ পরিচালিত হচ্ছে। ১০০ দিনের এই অভিযান চলবে চলতি বছরের ৮ মার্চ পর্যন্ত। এই অভিযানের অংশ হিসেবে আগামী ১৫ জানুয়ারি দুপুর ১২টা থেকে ছত্তিশগড়ের উত্তর বস্তার কাঁকের জেলার সর্বত্র শপথগ্রহণ কর্মসূচির আয়োজন করা হবে।

শুক্রবার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাঁকের জেলার সমস্ত বিদ্যালয়, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র, ছাত্রাবাস, থানা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং আদালতগুলিতে একযোগে এই শপথগ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কাঁকেরের জেলাশাসক সংশ্লিষ্ট সকল দফতর ও প্রতিষ্ঠানের আধিকারিকদের নির্দিষ্ট দিনে শপথগ্রহণ কর্মসূচি সফলভাবে আয়োজনের নির্দেশ দিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূল করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সকল স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande