
কলকাতা, ৯ জানুয়ারি (হি. স.) : কলকাতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল মাধ্যমকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে চলেছে সিআইও অ্যাসোসিয়েশন। শনিবার নিউটাউনের তাজ সিটি সেন্টারে অনুষ্ঠিত হবে সিআইও ফিউচারস্কেপ ২০২৬| এটি কলকাতা চ্যাপ্টারের সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠান।
সেই উপলক্ষে শুক্রবার প্রেস ক্লাব, কলকাতায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সংবাদ সম্মেলনে সিআইও অ্যাসোসিয়েশন কলকাতা চ্যাপ্টারের সভাপতি ড. সন্দীপ প্রধান জানান, ২০২৬ সালে এআই আর পরীক্ষামূলক প্রযুক্তি নয়, বরং তথ্যপ্রযুক্তি শিল্পের নেতৃত্বদানে মুখ্য ভূমিকা নিচ্ছে। তাঁর কথায়, “এআই-এর মাধ্যমে আরও দায়িত্বশীল, নিরাপদ ও কার্যকর প্রযুক্তি ব্যবহারের দিকে এগোতে হবে।”
এই অনুষ্ঠানে দেশের প্রায় ১৮০ জনের বেশি মুখ্য তথ্য আধিকারিক ও বরিষ্ঠ ডিজিটাল প্রযুক্তিবিদ উপস্থিতি থাকবেন। উল্লেখ্য, সিআইও অ্যাসোসিয়েশনের কলকাতা চ্যাপ্টার পূর্ব ভারতের প্রযুক্তি ক্ষেত্রকে সামাজিক ও আঞ্চলিক উন্নয়নের সঙ্গে যুক্ত করতে কাজ করছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত