
কলকাতা, ৯ জানুয়ারি (হি স): আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশির প্রতিবাদে সরব হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেজের সঙ্গে তিনি বলেন, “বাংলাতে ঘেঁচু হবে, কীভাবে ললিপপ ধরাতে হয় জানি”।
পূর্বঘোষণা অনুযায়ী পথে নেমে মিছিলে অংশ নেন তিনি। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডে ভিড় করে অপেক্ষায় ছিলেন নেতা-কর্মীরা। মিছিলের মাঝপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ফুল পৌঁছে দেয় তিন খুদে। চারু মার্কেট হয়ে মিছিল যায় কালীঘাটে। সেখানে যোগ দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর পর হাজরা মোড়ে মিছিল পৌঁছয়। “আঘাত করলে আমার পুনর্জন্ম হয়”, হুঙ্কার মমতার।
নাম না করে বিজেপিকে মমতার হুঁশিয়ারি, “আপনাদের ভাগ্য ভালো যে আমি চেয়ারে আছি, তাই ওই পেনড্রাইভগুলো এখনও ফাঁস করিনি। অনেক কিছু জানি। বলি না, দেশের স্বার্থে। দেশকে ভালোবাসি বলে।” ছাব্বিশের ভোট নিয়ে তাঁর চ্যালেঞ্জ, “ছাব্বিশে আমাদের নয়, তোমাদের পতন হবে। তোমাদের পতন শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, থাকবে না, থাকবে না।”
বিজেপিকে মমতার হুঙ্কার, ছিঃ ধিক্কার! বাংলা জিততে এলে – নাডু নয়, জুটবে ঝাড়়ু। মার ঝাড়ু মার, ঝেটিয়ে বিদেয় কর। আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে তল্লাশি প্রসঙ্গে মমতা বলেন, তোমরা তো এসেছো সকাল ৬টায়, আমি গেছি ১২টায়। এতক্ষণে তো সব নিয়ে চলে গেছো।
তিনি বলেন, আমি খবরটা শুনে প্রথমে ভেবেছিলাম, ইডি এসেছে কিছু জানতে বা দেখতে। তারপর খেয়াল হল, প্রতীককে ফোন করলাম। ওর ফোন বেজে গেল, ফোন ধরল না। তখন আমার মনে হল, আমাদের দলের নথিপত্র নিয়ে চলে যাচ্ছে না তো? তখন আমি তড়িঘড়ি গেলাম।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত