
ঝাড়গ্রাম, ৯ জানুয়ারি (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভার বালিগেড়িয়া দুর্গা মণ্ডপে শুক্রবার বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র নিশানা করলেন বিজেপি নেতা তথা মালদার সাংসদ খগেন মুর্মু।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত খগেন মুর্মু বাংলা ও সাঁওতালি—দুই ভাষাতেই বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করে বলেন, দিল্লিতে মুখ্যমন্ত্রীর সফর ছিল নিছক ‘নাটক’। তাঁর দাবি, “প্রতীক জৈনের মতো কর্পোরেট চোরকে বাঁচাতেই মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়েছিলেন।” তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতিকে আক্রমণ করে তিনি বলেন, “আইনের হাত থেকে চোরদের রক্ষা করাই তৃণমূলের রাজনীতি।”
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী কেন ফাইল নিতে দিল্লিতে গিয়েছিলেন এবং সেই ফাইলে কোনও গোপন তথ্য ছিল। পাশাপাশি তাঁর অভিযোগ, তৃণমূল শাসনে একাধিকবার পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে এবং সংবাদমাধ্যমের উপর হামলার ঘটনাও ঘটেছে।
আইপ্যাক প্রসঙ্গ টেনে খগেন মুর্মুর বিস্ফোরক দাবি, “আইপ্যাকের টাকাতেই ভোটের খরচ চালানো হবে।” বিজেপির এই পরিবর্তন সংকল্প সভা থেকে করা নিশানা রাজ্য রাজনীতিতে আসন্ন নির্বাচনের আগে উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো