
কলকাতা, ৯ জানুয়ারি (হি স): হিজাব–বিতর্কে যাদবপুর ক্যাম্পাসে ছাত্র–ঘেরাওয়ের আশঙ্কার কথা বলে কর্তৃপক্ষের তরফে শাশ্বতীকে ৩১ জানুয়ারি পর্যন্ত ছুটিতে যাওয়ার কথা বলা হয়েছিল। তিনি সেই মতো ছুটির আবেদন করেন। শুক্রবার এর সমালোচনা করেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
এক্সবার্তায় তথাগতবাবু লিখেছেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান শাশ্বতী হালদার পরীক্ষার সময় কয়েকজন ছাত্রীকে তাদের হিজাব খুলে ফেলতে বলেছিলেন। স্বাভাবিক পরিদর্শন পদ্ধতি। এর জন্য তাকে এক মাসের জন্য ছুটিতে পাঠানো হয়েছিল, 'যাদবপুরে ইসলামোফোবিয়ার কোনও সুযোগ নেই' এই স্লোগানের মধ্যে।”
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের গঠিত তথ্যানুসন্ধান কমিটির সুপারিশ মেনেই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ তাঁকে বৈঠকে ডেকেছিলেন। সেই বৈঠকেই তাঁকে ছুটি নিতে বলা হয়। যদিও উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য সন্ধ্যায় বলেন, ‘উনি ৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তিগত কারণে ছুটির আবেদন করেছেন। তা অনুমোদনও করা হয়েছে।’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত