
নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) শুল্ক দফতরের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানের সিগারেট উদ্ধার হয়েছে। ব্যাংকক থেকে দিল্লি আসা চার ভারতীয় যাত্রীর কাছ থেকে প্রায় ৪৩ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের মাদক (গাঁজা) ও সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত চার যাত্রীকে হেফাজতে নেয় শুল্ক দফতরের আধিকারিকরা।
শুক্রবার শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, গত ৬ জানুয়ারি সন্দেহভাজন ওই যাত্রীদের আটক করা হয়। পরে এক্স-রে স্ক্যান ও তল্লাশিতে ছয়টি ট্রলি ব্যাগ থেকে মোট ৩৬টি পলিথিন পাউচ উদ্ধার হয়, যার মধ্যে ছিল মাদকদ্রব্য। প্রাথমিক পরীক্ষায় তা গাঁজা বলে জানা যায়। এছাড়াও আরও দু'টি ট্রলি ব্যাগ থেকে একটি নামী ব্র্যান্ডের বেশ কিছু চোরাচালানের সিগারেট উদ্ধার করা হয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় ৭ জানুয়ারি চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া মাদক, সিগারেট ও চালানে ব্যবহৃত প্যাকেজিং সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
শুল্ক দফতর আরও জানিয়েছে, এই চোরাচালান চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য